দেলোয়ার ফারুক শাহজাহান
আপনি ঘরে বসেই রাজশাহীর রসালো আম খেতে পারছেন কোন রকম ব্যাগ বহন না করে ও বাজার এ না গিয়ে। এ সম্ভব হচ্ছে কিছু তরুণ উদ্যোক্তার জন্য। যদিও এ ধরনের ব্যবসা আমাদের এ দিকে বা দেশে নতুন। কিন্তু উন্নত বিশ্বে উহা বহুল প্রচলিত।
আর শুধু প্রচলিত ই নয় অনেকেই আবার এফিলিয়েট সিস্টেম চালু করেছে।
এর ফলে আমাদের দেশ সহ অনেক দেশের তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা এফিলিয়েট মার্কেটিং করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে।
যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখছে।
আপনি যদি ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট জানেন বা যেকোনো বিষয়ে ভালো লেখতে পারেন তাতেও অনেক উপার্জন করতে পারবেন।
আর এরকম কাজের ক্ষেত্রে আপনার ঘর থেকে বাইরে যেতে হচ্ছে না ফলে সামাজিক তথা শারীরিক দূরত্ব বজায় থাকছে।
যাই হোক আমাদের এলাকায় তরুণ রা যেমন অনলাইন এর মাধ্যমে রাজশাহীর আম আনছে ও বিক্রি করে যেমন তারা লাভবান হচ্ছে তেমনি আপনি ও ঘরে বসে রাজশাহীর আম পাচ্ছেন।
এতে যেমন উৎপাদকও লাভবান হচ্ছে এবং উদ্যোক্তারা লাভবান হচ্ছে ও কর্মসংস্থান হচ্ছে অনেকের।
তেমনি আপনি ফেসবুক, পিনটারেস্ট ও অন্যান্য সামাজিক অনলাইন মাধ্যম ব্যবহার করে আপনার উৎপাদিত যে কোন পণ্য বিক্রি করতে পারেন। অথবা অন্যের পণ্য বা সেবা বিক্রি করে আয় করতে পারেন।
সারা বিশ্বে এটা একটা জনপ্রিয় কর্ম।
এর জন্য আপনার বছরের পর বছর শিক্ষা নিতে হয় না।
আস্তে আস্তে নিজেই কাজ করে দক্ষতা অর্জন করতে পারেন।
তবে ভালো কোন প্রতিষ্ঠান এ কিছুদিন ট্রেনিং নেওয়া ভালো। তবে আপনি গুগল ও ইউটিউব ভিডিও দেখেও কাজ শিখতে পারেন।
সর্বোপরি সব ব্যবসার মূল মন্ত্র হচ্ছে সততা। আর সঠিক সময়ে সঠিক কাজ করা।
আর এ অনলাইন ব্যবসার মাধ্যমে যেমন ভোক্তা ঘরে বসে পণ্য পাচ্ছে তেমনি উৎপাদক সহজেই তার পণ্য বিক্রি করতে পারছে।
এতে যেমন ইন্টারনেট এর দরকার তেমনি ভালো স্পিড ও দরকার।
এ ব্যবসার মাধ্যমে পরিবহন খাতে ব্যবসা হয়। তেমনি গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য লোক দরকার এতেও কর্মসংস্থান হলো।
তাই আমরা অযথা শুধু চাকরির পিছনে না ছূটে স্বল্প পুজি অথবা বিনা পুজিতেই এ ব্যবসা শুরু করতে পারি।
এর জন্য কোন গোদাম বা অফিস নেওয়ার ও প্রয়োজনীয়তা খুব একটা হয় না।
সরকার এ ব্যাপারে বেশ তৎপর ও সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছে।
আমরা তা গ্রহণ করি এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাই।
লেখক
এডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও জজ কোর্ট হবিগঞ্জ
এবং সদস্য শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব।