বানিয়াচং প্রতিনিধি :
বানিয়াচং উপজেলা যাত্রাপাশা গ্রামে প্রেমের ফাঁদে ফেলে এক যুবতীকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় চার যুবককে আটক করেছে পুলিশ এবং মুমূর্ষ অবস্থায় ধর্ষিতাকে পুলিশ হেফাজতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায় যাত্রাপাশা গ্রামের আব্দুস সমাদের যুবতী কন্যা (২০) এর সাথে আজমিরীগঞ্জ উপজেলার শরীফ নগর গ্রামের শফিক মিয়ার পুত্র আনিসুর রহমান রাব্বির সাথে রং নাম্বারে পরিচয় হয় একপর্যায়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গত ১১ ই জুন রাত ৯টায় রাব্বি ওই যুবতীর সাথে বানিয়াচংয়ে দেখা করতে আসে।
রাব্বি তখন সময় যুবতীকে নিয়ে সাগরদিঘির পুকুর পাড়ে ঘুরতে যায় রাত নয়টায় একপর্যায়ে রাব্বি ও তার বন্ধু মশিউর রহমান(২০) হ্নিদয় (২১) মনির হোসেন(২৫) হেলাল মিয়া(২২) জাহেদ মিয়া(২০) ও আলমগীর (২২) তাকে ধর্ষন করে। খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনার স্থলে পৌঁছে হেলাল, জাহেদ, আলমগীর ও মনিরকে আটক করে এসময় তার সহযোগীরা পালিয়ে যায়।
এদিকে ভিকটিমকে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। ধর্ষনের স্বীকার যুবতী জানায়, রাব্বিসহ উল্লেখিতরা তাকে গর্ণধর্ষন করেছে। এঘটনার বিচার চান ধর্ষিতা ও তার পরিবার।
এ বিষয়ে বানিয়াচং থানার ওসি এমনরান হোসেন জানান, ধর্ষিতা আমাদের হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। আটককৃতদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।