নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শহরতলীর বড় বহুলা গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সহ এক ব্যাক্তিকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) ৯।
বুধবার (১৫ এপ্রিল) বেলা ২টা ৫৫মিনিটে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সিনিঃ এএসপি মোঃ হায়াতুন-নবী এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে হবি হবিগঞ্জ সদর থানা এলাকায় বড়বহুলা গ্রামের হাজী আঃ মজলিস মিয়া, পিতা- মৃত সুরুজ মিয়া এর বাড়ীর পূর্ব পাশে কাচা রাস্তার উপর হতে ফেন্সিডিল দশ বোতল, অফিসার্স চয়েজ(হুইস্কি) সাত বোতল ও একচল্লিশ বোতল ব্যাগপিপার(ডিলাক্স হুইস্কি)সহ সদর থানার মোহনপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে আব্দুল জলিল(৩৫) কে গ্রেফতার করে।
জব্দকৃত মাদক এর আনুমানিক মূল্য বায়ান্ন হাজার টাকা বলে জানায় র্যাব।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ও গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।