হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ভাঙ্গাপুল এলাকায় বেপরোয়া সিএনজি অটোরিক্সার ধাক্কায় ইমন আলী (১৩) নামে এক ৩য় শ্রেণীর ছাত্র নিহত হয়েছে। সে সদর উপজেলার আনন্দপুর গ্রামের সুরজত আলীর পুত্র।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর ওই সড়ক জনতা অবরোধ করে রাখে। এসময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, ইমন স্থানীয় প্রাইমারী স্কুলের ছাত্র। সে ওই সময় রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিল। এসময় হবিগঞ্জগামী একটি সিএনজি অটোরিক্সা (হবিগঞ্জ-থ-১১-৪৬১১) তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে সিটকে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসলে সদর হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।