চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জ কোর্ট থেকে জামিন নিয়ে জেল হাজত থেকে মুক্তি পেয়ে চুনারুঘাট নিজ বাড়িতে ফেরার পথে উপজেলার শায়েস্তাগঞ্জ গোল চত্বর ও উবাহাট পুলিশ ফাড়ির সন্নিকটে সিএনজি যোগে পৌছামাত্র একদল দুর্বৃত্তের দেশীয় অস্ত্রের আঘাতে এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে।
জানা যায়, চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত মহরম আলীর ছেলে দুবাই প্রবাসী সাজিদুর রহমান পন্ডিতের আইনজীবিরা বুধবার তার জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক সাজিদুর রহমান পন্ডিতের (৩২) জামিন মঞ্জুর করেন। ঐ দিন রাত পৌনে ৮টায় তিনি হবিগঞ্জ জেল হাজত থেকে মুক্তি পেয়ে তার নিজ বাড়িতে ফেরার পথে ঐ স্থানে পৌছামাত্র হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার আঃ সালামের ছেলে রুয়েল মিয়াসহ ৪/৫জনের একদল দুর্বৃত্ত সিএনজির গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে সাজিদুর রহমান পন্ডিতকে আহত করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে সাজিদকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে।
উল্লেখ্য যে, দুবাই প্রবাসী সাজিদ হবিগঞ্জ পৌর শহরের আঃ সালামের মেয়ে জেসমিন আক্তারকে গত ৫/৬বছর পুর্বে বিয়ে করেন। বিয়ের পর থেকেই বেপরোয়া চলাফেরা করতে থাকে তার স্ত্রী জেসমিন। এক পর্যায়ে জেসমিন তার স্বামী সাজিদকে কোর্টের মাধ্যমে তালাক দেয়। পরে জেসমিন আক্তার বাদী হয়ে হবিগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করলে গত ১৭মার্চ রাতে পুলিশ সাজিদকে গ্রেফতার করে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করে।