বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমানের অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্রীজ বৃহস্পতিবার বেলা ২টায় উদ্বোধন করা হবে। উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই-কাইঘাট বাজার সংগ্লন বাসিয়া নদীর ওপর এ ব্রীজ নির্মিত করা হয়।
এতে বিশ্বনাথ-ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলার কয়েক হাজার মানুষ এ ব্রীজ দিয়ে যাতায়াত করতে পারবেন। নির্মিত ব্রীজের উদ্বোধন করবেন সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। উদ্বোধণী অনুষ্টানে বিশ্বনাথ-বালাগঞ্জ-জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের নির্বাহী অফিসারসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত থাকার কথা রয়েছে।
জানাগেছে, দীর্ঘদিন ধরে কোনারাই-কাইঘাট বাজারে পাশে বাসিয়া নদীর ওপর একটি ব্রীজ নির্মানের জন্য এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আহবান জানিয়ে আসছিলেন। কিন্তু অনেক জনপ্রতিনিধি আশ্বাস দিলেও এ ব্রীজটি নির্মাণ করা হয়নি। ফলে এলাকাবাসীর যাতায়াতে স্বার্থে প্রবাসী মুজিবুর রহমান নিজ ইচ্ছায় ব্রীজ নির্মাণের উদ্যোগ গ্রহন করেন। অবশেষে ব্রীজটি নির্মিত করা হয়। ফলে তিন থানার কয়েক হাজার মানুষের এ ব্রীজ দিয়ে যাতায়াত করতে পারবেন।
স্থানীয় ইউপি সদস্য আবদুল খালিক জানান, প্রবাসীর অর্থায়নে ব্রীজের উদ্বোধন বৃহস্পতিবার করা হবে। এতে সিলেট জেলা প্রশাসক ও তিন উপজেলার জনপ্রতিনিধি,নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত থাকবেন বলে তিনি জানান।