নিজস্ব প্রতিবেদক : সিলেটে আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৩৬ জনের করোনা শনাক্ত হয়।
এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, রোববার ওসমানীর ল্যাবে ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৪টি পজেটিভ আসে।
তিনি হওয়া শনাক্ত হওয়াদের বেশিরবাগই জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার। এছাড়া সিলেট নগরী ও সদর উপজেলারও কয়েকজন রয়েছেন।
নতুন ৩৬ জনসহ সিলেট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮৮৩ জনের। আর সিলেট বিভাগে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৫৪৭ জনের।
রোববারই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়।
নতুন শনাক্ত হওয়াদের মধ্যে দুজন চিকিৎসক রয়েছেন বলে জানা গেছে।