নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুরে করোনাকে জয় করে বাড়ি ফিরলেন উপজেলার কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম. রোববার (৭ জুন) বিকেলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনাভাইরাস মুক্ত হিসেবে তাকে ছাড়পত্র দেয়া হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচ এম ইশতিয়াক মামুন জানান, কৃষি কর্মকর্তা করোনা পজিটিভ আসার পর তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়। আইসোলেশনে থাকা অবস্থায় পরপর দুইবার কৃষি কর্মকর্তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হলে নেগেটিভ আসে। বোববার বিকালে ডা. এএইচএম ইশতিয়াক মামুন তাকে ছাড়পত্র প্রদান করেন।
ছাড়পত্র প্রদানকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নাদিরুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মাধবপুর স্বাস্থ্য কর্মকর্তা এ এইচ এম ইশতিয়াক মামুন জানান, কৃষি কর্মকর্তা সামান্য জ্বর ও গলা ব্যথা অনুভব করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লোকজন তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। ২৩ মে রাতে আসা রিপোর্টে জানা গেছে তিনি করোনাভাইরাসে আক্রান্ত।
কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মানসিকভাবে করোনা মোকাবেলা করার জন্য প্রচণ্ড ভাবে প্রস্তুত ছিলাম ।পরিবারের সদস্যদের সাহস যুগিয়েছি। স্বেচ্ছায় আইসলোশনে থেকে প্রচলিত কার্যকরী চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়েছেন।