প্রেস বিজ্ঞপ্তি : শীঘ্রই বাজারে আসছে শাহ সুলতান রিয়াজের নতুন ৪টি গান।
শাহ সুলতান রিয়াজ, হবিগঞ্জের কন্ঠশিল্পী। তিনি হবিগঞ্জ পৌরসভার কামড়াপুরের ২নং ওয়ার্ডের বাসিন্দা। ছোটবেলা থেকেই সুরের জগতের সাথে জড়িত। তিনি ছোট বেলা থেকেই ইসলামিক গানের উপর জাতীয় শিক্ষা সপ্তাহ ও ইসলামিক ফাউন্ডেশনের গজল প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ১ম ও বিভাগীয় পর্যায়ে ২য় ও জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করেন।
তার গানের মিক্সড এলব্যাম লেসার ভিসন থেকে ”বাউলা বাতাসে” ও সংগীতার ব্যানারে ” মালিক” একক এলব্যাম বাজারে আছে। এছাড়াও তার মিউজিক ভিডিও এর গান, রুপ ও বন্ধুরে পাইলে ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে কিছুদিন আগে।এই রমজানে তার গাওয়া দুইটি ইসলামিক গজল পিয়ারা রাসুল ও শাহে মদিনা বেশ প্রশংসিত হয়েছে।
হবিগঞ্জের গর্ব শাহ রিয়াজ বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ ও স্টেজ পোগ্রাম করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।শাহ রিয়াজ জানান, তিনি দেশের বাইরে অবস্থান করায় একটু ধীরগতিতে মিউজিক করছেন।
তবে খুব শীঘ্রই নতুন ৪টি গান দিয়ে শ্রোতাদেরকে চমক দিবেন। আর সারাবিশ্বের এই করোনা সংকটে তিনি দেশবাসীসহ সবাইকে নিরাপদে থাকার জন্য আহব্বান জানান ও তার জন্য দোয়া কামনা করেন। সারাবিশ্বের এই করুনাকালে তিনি কোন ধরনের মিডিয়া কাভারেজ না করে নিরবে নিভৃতে ইতিমধ্যেই তিনি গরীবদেরকে বিভিন্ন সহযোগিতা করে তাদের পাশে দাঁড়িয়েছেন।