স্পোর্টস ডেস্ক : নবাগত অভিনেত্রী নাজনিন আকতার হ্যাপী ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন জাতীয় ক্রিকেট দলের সদস্য রুবেল হোসেনের বিরুদ্ধে।
ঢাকার মিরপুরের মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন ৯/১ ধারায় মামলাটি দায়ের করেছেন হ্যাপী। শনিবার সন্ধ্যায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৩৭।
এই অভিনেত্রী অভিযোগ করে বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে বলেও দাবি করেন তিনি।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মাঈনুল ইসলাম বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন। রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।
ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দায়ের প্রসঙ্গে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ বাংলামেইলকে বলেন, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করায় নাজনীন আক্তার হ্যাপী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলাটি মিরপুর থানায় বিকেল সাড়ে ৪টায় বাদী নিজেই দায়ের করেন। যার নম্বর ৩৭।’
রুবেলকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, তাই অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে। তবে এখনো তার কোনো খোঁজ পুলিশ পায়নি।’
এদিকে রাত সাড়ে ৭টার দিকে নায়িকা হ্যাপীকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেয়া হয়েছে বলে জানিয়েছেন এএসআই জাহিদ। রোববার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পরীক্ষার জন্য নেয়া হবে বলেও তিনি জানান।
মামলা প্রসঙ্গে হ্যাপী বলেছেন, ‘গত আট-নয় মাস ধরে রুবেলের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। সে বিভিন্ন সময় আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। কিন্তু আমি যখনই বিয়ের জন্য চাপ দিতে থাকি তখন সে টালবাহানা করতে থাকে। পরবর্তী সময়ে সে আমার গায়ে হাত তোলে। এ অবস্থায় আমি মামলা করতে বাধ্য হলাম।’
নায়িকা হ্যাপী
নাজনীন আক্তার হ্যাপী ‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া তার কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী।