নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৮ জনের করোনা শনাক্ত হয়।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনাক্ত হওয়াদের মধ্যে কুলাউড়ার ৩ জন, বড়লেখা ও জুড়ীর ২ জন করে এবং সদর উপজেলা ও শ্রীমঙ্গলের ১ জন করে রোগী রয়েছেন।
এই ৮ জন নিয়ে মৌলভীবাজারে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫২ জনের।