নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে সড়ক দুর্ঘটনায় জাহিদ (৪) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার সময় এঘটনা ঘটে। নিহত জাহিদ তার মায়ের সাথে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর মহাসড়ক দিয়ে নানার বাড়ি যাচ্ছিল।
নিহতের মা খাদিজা বেগম জানান, তার স্বামীর বাড়ি উপজেলার সুন্দ্রাটিকি হইতে তার পিত্রালয়ে একই উপজেলার দৌলতপুর গ্রামে জাহির আলীর বাড়ি যাচ্ছিলেন। তখন তার সাথে বেশকয়েকজক লোকও ছিলেন। পথিমধ্যে বাহুবল-মিরপুর মহাসড়কের চারগাও নামক এলাকায় পৌছামাত্রই হঠাৎ করে মায়ের হাত ছেড়ে শিশু জিহাদ সড়কে দৌড় দেয়। এসময় সড়কে পিছন দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে মায়ের সামনেই ঘটনাস্থলেই শিশু জিহাদের করুন মিত্যু হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশু জিহাদ কে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মো. সাইদুর রহমান সদর হাসপাতালে গিয়ে নিহত জিহাদের লাশের সুরতাহল রিপোর্ট তৈরি করেন।
তিনি জানান, এই দুর্ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা সম্ভব হয়নি। এখন তার লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।