আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ
আজমিরীগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে লিলু মিয়া (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সে উপজেলার সদও ইউনিয়নের নয়ানগর গ্রামের সমর আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪জুন) ভোরে লিলু মিয়া দুই সহযোগিকে নিয়ে কালনী কুশিয়ারা নদীর তীরে মাছ ধরার জন্য গেলে প্রচন্ড গতিতে আসা বজ্রপাতে লিলু মিয়া প্রাণ হারায়।
এসময় তার অন্য দুই সহযোগি দৌড়ে গিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।
পরে অনেক খোঁজাখুঁজি করে কুশিয়ারা নদীর তীরে বাঁশ মহাল সংলগ্ন পানির নিচ থেকে লিলু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানার এসআই মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।