সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ৪ বছরের শিশুসহ করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬ জন।
বুধবার (৩ জুন) রাতে নতুন করে আক্রান্তদের বিষয়টি নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২১৯ জনে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হলে এর মধ্যে ৬ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৩ জন, যার মধ্যে একজন ৪ বছরের শিশু, জগন্নাথপুর উপজেলায় ২ জন এবং দোয়ারাবাজার উপজেলায় একজনের করোনা শনাক্ত হয়।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, বুধবারের রিপোর্টে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের আইসোলেশনে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।
উল্লেখ্য, গেল ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। তারপরেই সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।