ডেস্ক : লিবিয়ায় সোমবার অভিবাসীদের বহনকারী একটি বিশাল নৌকা ডুবে গেলে প্রায় ৪শ জন প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেভ দা চিলড্রেনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি এবং রয়টার্স। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
সোমবার লিবিয়া উপকূল থেকে ৬০ মাইল দূরে জাহাজের মত বড় ওই নৌকাটি উল্টে যায়। এ সময় ওই জলযানটিতে প্রায় সাড়ে ৫শ যাত্রী ছিল। লিবিয়া থেকে যাত্রা শুরু করার মাত্র একদিন পরই তারা ওই দুর্ঘটনায় পরে। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।
ইতালির উপকুলীয় রক্ষীরা ইতিমধ্যে ১৪৪ জনকে উদ্ধার করেছে এবং উদ্ধারকৃতদের মঙ্গলবার সকালে ইতালির এক বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের উদ্ধারে এখনো আকাশ এবং সমুদ্রে অভিযান চলছে বলে জানা গেছে।এ পর্যন্ত ৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকারীদের আশঙ্কা, নৌকার আর কোনো আরোহী বেঁচে নেই।
উন্নত জীবনের খোঁজে ইউরোপের দেশগুলোতে পৌঁছানোর জন্য এই বিপজ্জনক নৌ ভ্রমণ শুরু করেছিল এসব অভিবাসীরা।
গত তিন মাসে ভূমধ্যসাগরে এ জতীয় দুর্ঘটনায় ইতিমধ্যে ৫শ অভিবাসী প্রাণ হারিয়েছেন। সেভ দা চিলড্রেনের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, সোমবারের ওই দুর্ঘটনা থেকে যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের অধিকাংশই আফ্রিকার সাব সাহারীয় অঞ্চলের বাসিন্দা এবং তাদের বেশিরভাগই বয়সে যুবক এবং তরুণ।