নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার নমুনা পরীক্ষায় এই ৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার।
শাবির ল্যাবের সংশ্লিষ্টরা জানান, সোমবার সুৃনামগঞ্জের ১৭৭ জনের নমুনা সংগ্রহ হয়। এরমধ্যে ৯টি পজেটিভ এসেছে।
এই ৯ জনসহ সুনামগঞ্জে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সিলেট বিভাগে শনাক্ত হয়েছে ১০৪৯ জনের। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ২০ জন ও সুস্থ হয়েছেন ২৭০জন।