নবীগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারের বাসভবনের নিরাপত্তা বেস্টুনির প্রাচীর নির্মাণের ৬ মাসের মাথায় শুক্রবার বিকালে ভেঙ্গে পড়েছে।
ফলে উক্ত কাজের মান নিয়ে প্রশ্ন তোলেছেন অনেকেই।
দায়িত্বহীনতার অভিযোগ উঠছে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের বিরুদ্ধে।
নির্মাণ কাজের ৬ মাসের মধ্যে ইউএনও বাসার নিরাপত্তার দেয়াল ভেঙ্গে পড়ায় নবীগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, ২০১৯-২০২০ অর্থ বছরের নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের নিরাপত্তাহীনতা বেস্টুনির প্রাচীর নির্মাণের জন্য উপজেলা প্রকৌশল অধিদপ্তর প্রায় ১৮ লাখ টাকার কাজ টেন্ডার না দিয়ে কোটেশনের মাধ্যমে এলজিইডির পছন্দের ঠিকাদারী প্রতিষ্টান নবীগঞ্জ পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতির মালিকানাধীন মেসার্স ইকবাল আহমদ ট্রেডার্স কে কাজ দেয়া হয়।
২০১৯ সালের নভেম্বর মাসের শেষের দিকে জেলা প্রশাসক উক্ত প্রাচীরের উদ্বোধন করেন।
শুক্রবার বিকালে হঠাৎ করে উক্ত নিরাপত্তা প্রাচীরের বিশাল একটি অংশ ভেঙ্গে পড়ে যায়।
অপর অংশ হেলে গেছে। ঘটনার সাথে সাথে শহর জুড়ে আলোচনার ঝড় উঠে। অনেকেই অভিযোগ করেন- ১৮ লাখ টাকার কোটেশন হলেও প্রকৃত কাজ হয়েছে তার অর্ধেক।
বাকী টাকা প্রকৌশলীসহ সংশ্লিরা লুটেপুটে খেয়েছেন।
ফলে কাজ হয়েছে নিম্ন মানের।
নিম্নমানের কাজের কারনে উদ্বোধনের ৬ মাসের মাথায় ভেঙ্গে গেল প্রাচীরটি।
এদিকে উপজেলা নির্বাহী অফিসারের বাসার নিরাপত্তা প্রাচীর ভেঙ্গে যাওয়ার খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিশ্বজিত কুমার পাল বলেন, কেন দেয়াল ভেঙ্গে পড়লো, যথাযথা কাজ হয়েছে কিনা, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।