উপজেলা প্রতিনিধি,শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ):
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক শ্রমিক গলায় রশ্মি দিয়ে আত্মহত্যা করেছে।
জানা যায় শুক্রবার (২৯ মে) রাত প্রায় ১০ টায় শেখ মোঃ সোহেল (২৩) নামে এক শ্রমিকের গলায় ফাস লাগানো অবস্তায় লাশ উদ্ধার করে পুলিশ।
শেখ সোহেল মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
সে দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জের অলিপুরে হবিগঞ্জ ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে চাকুরি করে আসছিল।
চাকরীর সুবাধে সোহেল শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের ফারুক মিয়ার বাসায় ভাড়া নিয়ে থাকতো।
কি কারণে সে আত্মহত্যা করেছে তার কারণ জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) আল মামুন।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হোসেন বলেন ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেছি। পাশাপাশি সোহেলের পরিবার কে অবহিত করা হয়েছে।
ময়নাতদন্তের রির্পোট আসলে বুজা যাবে এটা আত্নহত্যা না হত্যা।