ডেস্ক: সিলেটে ডাক্তার, পুলিশ, ব্যাংকার ও সরকারি কর্মকর্তাদের পাশাপাশি এবার র্যাপিড একশন ব্যাটালিয়ন-র্যাব-৯ সদস্যদের উপর হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই প্রথম র্যাব-৯ এর ১৩ সদস্য করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন। তিনি জানান, আজ শুক্রবার আমাদের ১৬ জন সদস্যের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে ১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
তিনি আরও জানান, এদের মধ্যে কয়েকজনের হালকা জ্বর-সর্দি ছিলো। তবে বাকীদের মধ্যে কোন উপসর্গ নেই।