নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে শুক্রবার আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩১ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ল্যাবের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানীর ল্যাবে শনাক্ত হওয়া সকলে জেলা জেলার ও শাবির ল্যাবে শনাক্ত হওয়া সকলে সুনামগঞ্জ জেলার বলে জানা গেছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, শুক্রবার ওসমানীর ল্যাবে ১৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ১৮ জন, কানাইঘাটের চারজন, জকিগঞ্জের চারজন, বিয়ানীবাজারের তিনজন, গোলাপগঞ্জের একজন এবং জৈন্তাপুরের একজন।
এদিকে, একইদিনে শাবির ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৭টি পজেটিভ আসে।