মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি : “এসো হে বৈশাখ এসো হে”, “তোমার সাথে দেখা হবে বৈশাখী মেলায়”, “আজি কৃষ্ণ চূড়ার ডালে মেখেছে লালে লালে” গান গাইতে গাইতে বাসিয়া নদীয় তীরে গড়ে উঠা বিশ্বনাথ উপজেলাবাসী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বাংলা নতুন বছর “১৪২২” সালকে বরণ করছেন। বৈশাখী উপলক্ষে উপজেলা সদরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। নববর্ষকে বরণ করতে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে ছাত্র-যুব সমাজের নেতৃবৃন্দ গান-বাজনা, ইলিশ মাছ আর পানতা ভাত খাওয়া, নাটক, বিভিন্ন রকমের খেলাধুলাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির গ্রহন করেন। এতে সকাল থেকে এসব কর্মসূচী আনন্দ-উৎসবের মধ্যে পালন করছেন উপজেলাবাসী।
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ বরণ করতে বিশ্বনাথের বিভিন্ন স্থানে রব রব ধ্বনি উঠেছে। দিনব্যাপী বিভিন্ন অনুষ্টানের আয়োজন উপজেলা বৈশাখী উদযাপন পরিষদ। মঙ্গলবার সকাল ৮টায় বৈশাখী উৎসবের উদ্বোধন করা হয়। উপজেলা বৈশাখী উদযাপন পরিষদের আহবায়ক আমির আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ প্রমূখ।
পানতা ভাত আর ইলিশ মাছ খাওয়ার পর বাঙালী (কৃষক/ রাখাল/ মাঝি/ গায়ের বধু/ কাঠুরিয়া) সাজে সেজে উপজেলা সদরে সকাল ১১টায় বিশাল শোভাযাত্রা বের করে বিশ্বনাথ উপজেলা প্রশাসন,নববর্ষ উদযাপন পরিষদ,মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজসহ বেশ কয়েকটি সংগঠন। র্যালীতে ব্যান্ডদল আর মাইক নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিশ্বনাথের বিশিস্টজনও বৈশাখ বরণের র্যালীতে বিভিন্ন ব্যানারে অংশ গ্রহন করেন। বিশ্বনাথ উপজেলা পরিষদ মাঠে বিশ্বনাথ থিয়েটার উদ্যোগে প্রায় ২০টি ষ্টল বসেছিলো। এগুলোর মধ্যে পিঠার, ইলিশ আর পানতা ভাতের, আর্ট, ফুলের, খেলনার দোকান নিয়ে সাজানো ষ্টল গুলোতে বিভিন্ন বয়সের নারী-পুরুষের উপচে পড়া ভীড় লক্ষ করা যাচ্ছে। মঙ্গলশোভাযাত্রা অংশগ্রহন করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (তদন্ত) মাছুম আলম, বিশ্বনাথ ইউপির সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, বৈশাখী উদযাপন পরিষদের আহবায়ক আমির আলী চেয়ারম্যান, সমাজ সেবক আবদুল ওদুদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সংগঠক নুরুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নুর উদ্দিন, নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব আনহার মিয়া, ব্যবসায়ী বিভাংশু গুণ বিভু, রাশের আহমদ, বিশ্বনাথ থিয়োটার এর সভাপতি কামাল মুন্নাসহ বিভিন্ন রাজনীতিবি;, সামাজিক সংগঠন, বিদ্যালয়ের শিক্ষার্থী শোভাযাত্রায় অংশ গ্রহন করেন।