নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে প্রাণ কোম্পানীর ২ শ্রমিক আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় ১ জনকে প্রথমে হবিগঞ্জ ও পরে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়েছে। অপর জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, প্রাণ আর এল কোম্পানীর শ্রমিক গাইবান্ধা সদরের মুজিবুর রহমান (৩২) ও গুলজার মিয়ার পুত্র আব্দুল লতিব (৪২) শায়েস্তাগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে অলিপুর প্রাণ আর এফ কোম্পানীতে যাবার সময় কদমতলী নামকস্থানে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে তারা দুইজন আহত হয়।