মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সীমান্তবর্তী মীর নগর গ্রাম থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। গত রবিবার রাত ১টায় বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই গাঁজা উদ্ধার করা হয়। লে. কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, উদ্ধারকৃত গাঁজার মূল্য ২ লাখ ৩১ হাজার টাকা হবে। এদিকে সোমবার সকাল সাড়ে ৮টায় মাধবপুর উপজেলার সামাদপুর গ্রাম থেকে মনতলা বিওপির অধিনায়ক নায়েক সাইদুর ৩৫ কেজি কিসমিস উদ্ধার করেন। যার মূল্য ১৭ হাজার ৫শ টাকা। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।