মতিউর রহমান মুন্না নবীগঞ্জ থেকে ॥
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আরো ২ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে এক জন ২ বছর বয়সী শিশু। তাদের বাড়ি নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলা থেকে এ পর্যন্ত নমুনা প্রেরন করা হয়েছে ৪৭৫ জনের। এর মধ্যে মোট ২১ জনের পজেটিভ, ৩৬০ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। বাকি রিপোর্ট এখনো আসেনি।
আজ বৃহস্পতিবার ঢাকা ল্যাব থেকে আসা রিপোর্টে ২ জনের করোনা শনাক্ত হয়। তবে তারা একি পরিবারের কি না তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায় নি।
২ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ।
ইতিপূর্বে আক্রান্তদের মাঝে অনেকেই সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।