বানিয়াচং থেকে সংবাদদাতা : হবিগঞ্জের বানিয়াচং সদরের শায়খ আবু নছর কোরাইশি দাখিল মাদ্রাসার নতুন ভবণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি এডঃ শওকত আলী খান এর সভাপতিত্বে ও সহ-সুপার মাওলানা হামিদুল ইসলাম এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সুপার মাওলানা নজরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আশিকুর রহমান কোরাইশি, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, মাওলানা হাবিবুর রহমান খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালিক মাস্টার। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুর রহমান, কোষাধ্যক্ষ মাসুদ উল্লা খান, দাতা সদস্য মহিবুর রহমান, সদস্য এডঃ ছালামত আলী খান, শিক্ষক মাওলানা আতাউর রহমান, রায়হান উদ্দিন, নছিবুর রহমান, মাহিদ হাসান রাসেল, ইমরান আহমেদ চৌধুরী, সৈয়দা আখতারুন্নেছা প্রমুখ। পরে প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন।