ডেস্ক : সোমবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট জেলার ১১ জন ও হবিগঞ্জের ১ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগের মোট ৪৩৩ জনের করোনা শনাক্ত হলো।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সোমবার (১৮ মে) ওসমানীতে মোট ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছিলো। এরমধ্যে ১৩টি পজেটিভ আসে।
সোমবার শনাক্ত হওয়াদের মধ্যে সিলেটের সদর উপজেলার ৭ জন, বিশ্বনাথের চারজন ও নবীগঞ্জের একজন বলে জানা গেছে।
এ নিয়ে সিলেট জেলা ১৬৫ জন, সুনামগঞ্জে ৭৫ জন, হবিগঞ্জ ১৩২ জন ও মৌলভীবাজারে ৬১ জন রোগী শনাক্ত হলেন।
বিভাগের ৪৩৩ রোগীর মধ্যে মারা গেছেন ৭ জন ও সুস্থ হয়েছেন ৯২ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫৪ জন।