শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন শ্যমপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের কে চিকিৎসার জন্য হবিগঞ্জ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের শ্যমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হল আব্দুল কাদির (৫৫), জসিম (২২), রুবেল (২৩), পিংকু (২০), জুয়েল (১৮) প্রমূখ।
শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক মো: বিলাল মিয়া জানান, শ্যমপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে রুবেল ও কুতুবের চক গ্রামের রশিদ মিয়ার ছেলে পিংকু ও জলিল মিয়ার ছেলে সুজনের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মাখন মিয়া জানান, সংঘর্ষের খবর শুনেছি, তবে তেমন কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি।