নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বাহুবলে কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে বাছিত ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৪ মে) লন্ডনে অবস্থান করা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান সৈয়দ রব মুর্শেদের পরামর্শে কর্মহীন ১৫০ জনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বাছিত ফাউন্ডেশনের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করে দেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ আহমেদ বলেন, ‘দরিদ্রদের পাশে সবসময় আছে এ ফাউন্ডেশন। সবার সার্বিক সহযোগীতায় সমাজসেবামূলক কাজে এ ফাউন্ডেশন দিন দিন এগিয়ে চলেছে।’