হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে পানিতে ডুবে শাপলা আক্তার ( ১৫) নামের এক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে ।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে । নিহত কিশোরী বানিয়াচং উপজেলার ৩ নং ইউনিয়নের দেশমুখ পাড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে।
নিহত কিশোরীর স্বজনরা জানান, শাপলা আক্তার দুপুরের কিছুক্ষণ আগে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে জাল টেনে কিশোরীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের সাথে সাথে তাকে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।