ডেস্ক: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুতে নিউইয়র্কে বাংলাদেশি একেকটি পরিবারে মারা যাচ্ছেন একাধিকজন।
সোমবার স্ট্যাটেন আইল্যান্ডের একটি হাসপাতালে ৭০ বছরের মহিবুর রহমান মারা যান করোনার সঙ্গে লড়াই করে। তার আগের দিন রোববার তার ছেলে অপু রহমান (৪৮) মারা যান একই হাসপাতালে।
রোববার নিউইয়র্কে আর কোনো মৃত্যুর খবর না পায়া গেলেও সোমবার মহিবুর রহমানসহ আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরা হলেন পারভেজ আহমেদ (৪৯) ও সানি কবির (৫০)। পারভেজ ও সানি মারা যান মাউন্ট সানাই হাসপাতালে।
দুদিনে এই চার মৃত্যু নিয়ে নিউইয়র্কে ২৩৩ জন বাংলাদেশি মারা গেলেন। আর ৫৬ দিনে যুক্তরাষ্ট্রের ৬টি রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫৪ জন বাংলাদেশি।