হবিগঞ্জ প্রতিনিধি॥ ৫ মে মঙ্গলবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইজপুর গ্রামের প্রখ্যাত আলেম মুফতি মাওলানা গিয়াস উদ্দিন আহমদ দিনারপুরীর ২য় মৃত্যু বার্ষিকী। করোনার কারনে বড় কোন কর্মসূচি গ্রহণ না করা হলেও বিভিন্ন মসজিদে তারাবির নামাজ শেষে তার জন্য নিজ এলাকা এবং লন্ডনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মুফতি গিয়াস উদ্দিন ২০১৮ সালের ৫ মে লন্ডনে ইন্তেকাল করেন। তিনি দিনারপুর ফুলতলী আলিয়া মাদরাসা প্রতিষ্ঠাসহ অনেক দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। বাসা বিক্রি করে করেছেন মাদ্রাসার ভবন। তিনি বহু ইসলামী গ্রন্থের প্রণেতা। তার উদ্যোগে প্রতিষ্ঠিত মনিরিয়া সুন্নিয়া কেরাত প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে প্রতি বছর বাংলাদেশের ১৫/২০ হাজার ছেলে মেয়েদের রমজান মাসে পবিত্র কোরআন শিক্ষা দেয়া হয়।
তিনি লন্ডন ও আয়ারল্যান্ডেও বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় জড়িত ছিলেন। বর্তমানে তার ছেলে মাওলানা শেখ ফরহাদ ছাদ উদ্দিন আহমেদ সবকিছু দেখভাল করেন এবং তিনি দিনারপুর ফুলতলী আলিয়া মাদরাসার অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন।