মাধবপুর থেকে সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুরে মাদক মামলায় দু’বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোররাতে থানার এসআই মমিনুল ইসলাম উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার সমশের আলীর ছেলে মাদক মামলায় দু’বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী দিদারুল ইসলামকে (৩০) গ্রেফতার করেন। দিদারুল ২০০৮ সালে কিশোরগঞ্জে ফেনসিডিলসহ গ্রেফতার হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে দায়েরকৃত মাদক মামলায় বিজ্ঞ বিচারক ২ বছরের সাজা প্রদান করেন। দীর্ঘদিন সে পলাতক ছিল।