হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে স্বামীর বেধরক পিটুনীতে শিল্পী আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী সেলিম মিয়াকে (৩২) আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে উপজেলার মিরপুর এলাকা থেকে সেলিম মিয়াকে আটক করা হয়। এর আগে সকাল ১০ টায় পুলিশ মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান- রাতে উপজেলার কামাইছড়া এলাকার সেলিম মিয়া ও তার স্ত্রী শিল্পী আক্তারের মধ্যে পারিবারিক কলহের জেরে জগড়া হয়। এ সময় সেলিম মিয়া তার স্ত্রীকে বেধরক মারপিট করেন। পরে রাতে দুজনেই ঘুমিয়ে পরলে সকালে শিল্পী আক্তারের মরদেহ পাওয়া যায়। প্রতিবেশিরা পুলিশকে খবর দিলে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
এদিকে, ঘটনার পর থেকে ঘাতক স্বামী সেলিম মিয়া পলাতক থাকলেও বিকেলে উপজেলার মিরপুর থেকে আটক করে পুলিশ।