নিজস্ব প্রতিনিধি: মোবাইল ফোনের কথা কাটাকাটি নিয়ে এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে রক্তাক্ত করেছে দূর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুর একটার দিকে শরের অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। রক্তাক্ত আজিজ হবিগঞ্জ শহরতলীর পইল গ্রামের মনহর আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের ছাত্র আজিজ মিয়া(১৯) পিটিআই কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে হল থেকে বেড়িয়ে আসেন। তখন শহরের অনন্তপুর এলাকার মোজাহির মিয়ার বখাটে ছেলে মনির মিয়া(২০)তার কয়েকজন সহযোগী নিয়ে ওই কেন্দ্রের ফটকের নিকট পূর্ব থেকে ওৎ পেতে থাকে।
আজিজ আসা মাত্রই মনির তার সহযোগীদের নিয়ে দারালো অস্ত্র দিয়ে বেধড়ক ভাবে কুপিয়ে রক্তাক্ত করে। তার চিৎকার শুনে আশ পাশের লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়রা আজিজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত আজিজ জানায় মনিরের সাথে দু’দিন আগে মোবাইল ফোনের ক্রস কানেকশনে কাটাকাটি হয়েছিল ।