নূরপুর প্রতিনিধি : মানুষ মানুষের জন্যে,জীবন জীবনের জন্যে এই শ্লোগানকে ধারণ করে করোনা ভাইরাসের কারণে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুরে শতাধিক কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন “প্রত্যাশা”।
সামাজিক সংগঠন “প্রত্যাশার” সকল সদস্যরা ২৫ এপ্রিল শনিবার নূরপুর গ্রামের শতাধিক নিম্ন আয়ের পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রীর উপহার পৌঁছে দেন।
খাদ্য সামগ্রী বিতরণের বিষয়ে “প্রত্যাশা” সংগঠনের সভাপতি সাংবাদিক এস এইচ টিটু বলেন, আমাদের সংগঠনের সকল সদস্যদের সহযোগীতায় আমরা শতাধিক অসহায় দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী দিতে পেরেছি।এবং আমাদের এই “প্রত্যাশা” সংগঠনকে যারা প্রবাস ও দেশ থেকে খাদ্য সামগ্রী উপহার বিতরণের জন্য টাকা দিয়ে সহযোগীতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান এবং সাধ্যমতো সবাইকে এই মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য,খাদ্য সামগ্রী বিতরণের সময় উক্ত সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।