নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে আরেক ব্যতিক্রম স্বেচ্ছাসেবকের দেখা মিলল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে। ব্যক্তি উদ্যোগে তিনি বিতরণ করে বেড়াচ্ছেন মাস্ক ও হেড কভার। জালাল উদ্দিন রুমী নামের নিঃস্বার্থ এই স্বেচ্ছাসেবকের সঙ্গে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেখা হলো শায়েস্তাগঞ্জের পৌর এলাকায়।
তিনি স্থানীয় একটি কলেজের সাবেক অধ্যক্ষ। তিনি একা একা পায়ে হেঁটে পৌর এলাকার বাসা-বাড়ি গিয়ে এসব মাস্ক ও হেড কভার বিতরণ করছেন। আলাপকালে তিনি দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, গত ২১ এপ্রিল সকাল থেকে তিনি বিতরণ কার্যক্রম শুরু করেছেন, আজো বিলি করছেন। আপাতত ১১২০ জনকে দেয়ার মতো মাস্ক ও হেড কভার নিয়ে বিলিতে নেমেছেন বলে জানান তিনি। এর আগে তিনি জনসচেতনতামূলক লিফলেট ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর হবিগঞ্জ উপজেলা শাখারও সভাপতি।
আলাপকালে তিনি দৈনিক শায়েস্তাগঞ্জকে বলেন, ‘সরকার আপ্রাণ চেষ্টা করছে পরিস্থিতি সামাল দিতে। পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে কিছু করাই উত্তম মনে করছি। তাই ভালমানের কাপড় দিয়ে মাস্ক ও হেড কভার তৈরি করেছি। নিয়ম মেনে বাড়ি বাড়ি গিয়ে দূরত্ব বজায় রেখে এসব বিতরণ করছি। ভাল কাজের মাঝে শান্তি খুঁজে পাওয়া যায়।