সিলেট প্রতিনিধিঃ সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে নগরের পাঠানটুলা পল্লবী সি ব্লকের যুক্তরাজ্য প্রবাসী হারুন মিয়ার মালিকানাধীন ২০ নম্বর বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আধাপাকা বাসাটিতে পাঁচটি পরিবার ভাড়া থাকতেন। আগুনে সর্বস্ব হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ সময় তাদের কান্নায় আশপাশের পরিবেশ ভারি হয়ে ওঠে।
পল্লবীর ওই বাসায় আগুন লাগার খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্ণায়েন ও স্টেশন অফিসার যিশু তালুকদারের নেতৃত্বে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যিশু তালুকদার বলেন, আমরা আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করি।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্ণায়েন বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
আগুনে সব হারানো এমদাদুল ইসলাম দিদার বলেন, আমার নগদ ৮০ হাজার টাকা, এক ভরি স্বর্ণসহ ঘরের সব কিছু পুড়ে চাই হয়ে গেছে। আমি এখন কি করব। আর পরিবার নিয়ে কোথায় যাব।