বানিয়াচং প্রতিনিধি : করোনাভাইরাস থেকে বাঁচতে ২৫ মে থেকে সারা দেশে অঘোষিত লকডাউন অব্যাহত আছে। এছাড়া শারীরিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনসহ সচেতন মহল একযোগে কাজ করে যাচ্ছেন। যেখানেই মানুষের গণত্ব, সেখানেই প্রশাসনের নজরদারি কিংবা লাঠিচার্জ।
সব কিছুকে ছাড়িয়ে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারে ২৩ এপ্রিল বৃহস্পতিবার পূবালী ব্যাংকে সকাল ৯টা থেকেই কয়েকশ’ গ্রাহকের দীর্ঘ লাইনে সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। মানা হয়নি শারীরিক দূরত্ব। একজন অপরজনের সাথে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়েই ব্যাংকে প্রবেশ করেছেন। এ ঘটনায় বানিয়াচংয়ে এক বিস্ময় সৃষ্টি করেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়াও সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া জানান, গ্রাহকের সুবিধার্থে সপ্তাহে একদিন নয় অন্তত পক্ষে ৩দিন ব্যাংকগুলো খোলা রাখতে হবে। তাহলে গ্রাহকের আর এত ভীড় হবে না। এছাড়া দেশে যেহেতু করোনা ভাইরাস নামক জীবাণুতে মানুষ আক্রান্ত হচ্ছেন, সে ক্ষেত্রে গ্রাহকদেরও উচিৎ সরকারের নির্দেশনা মেনে শারীরিক দূরত্ব বজায় রাখা।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার জানান, যেহেতু দেশ করোনা ভাইরাসে প্রবল ঝুঁকির মধ্যে আছে এবং মানুষজনও আক্রান্ত হচ্ছেন, এ ক্ষেত্রে গ্রাহকদের উচিৎ ছিল তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থেই শারীরিক দূরত্ব বজায় রাখা। আগামী দিনে ব্যাংক খোলার দিন এ বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরে রাখা হবে।