ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে বজ্রপাতে রাহী আহমেদ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রাহী আহমেদ উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামের আনসার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে রুনিয়ার হাওরে বোরো ধান কাটতে গিয়ে তার উপর বজ্রপাত পড়লে ঘটনাস্থলেই সে মারা যায়। আজ বাদ আসর খাগদিওর গ্রামের জামে মসজিদে নামাজে জানাজা শেষে রাহীর লাশ তাদের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক বিষয়টি নিশ্চিত করেছেন।