হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) পৃথক সময় জেলার আজমিরীগঞ্জ ও মাধবপুরে ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইছোপুর গ্রামের মফিজ মিয়া ছেলে কৃষক তাপস মিয়া (৩০) ও মাধবপুর উপজেলার মুরাদপুর গ্রামের অলি ইসলামের ছেলে গরু ব্যবসায়ি লালু মিয়া (৩৯)।
সূত্রে জানা যায়, শনিবার দুপুরে লালু মিয়া কয়েকটি গরু নিয়ে মাঠে যান। এক পর্যায়ে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অদিতি রায় তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, আজমিরীগঞ্জের পাশ্ববর্তী দিরাই উপজেলার শর্মঙ্গল হাওরে ধান কাটতে যান তাপস মিয়া। এ সময় বজ্রপাত ঘটলে তিনিও ঘটনাস্থলেই মারা যান।