নবীগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে একটি মুদি দোকান থেকে টিসিবির তেল উদ্ধার করেছে পুলিশ।
টিসিবির এই তেল বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৫১ লিটার তেল উদ্ধার করা হয়ে এবং দোকানিকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম জলাই মিয়া (৩০) সে পানিউমদা এলাকার জিরান উদ্দিনের ছেলে।
গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাউছার আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মালামালসহ দোকানিকে আটক করেছি। মামলা প্রকিয়াধীন আছে। এবং এই ঘটনার পেছনে কারা আছে এবং কিভাবে তার দোকানে গেলো তা তন্দন্ত করা করে সবাইকে আইনের আওয়তায় আনা হবে।