সিলেট প্রতিনিধি: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ৮৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতর সিলেটের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে মোট ৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ৮৭ জনেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে একজনের বাড়ি সিলেটের জৈন্তাপুর ও অপরজনের বাড়ি গোয়াইনঘাট উপজেলায়। আক্রান্ত দুজনই পুরুষ।
এ নিয়ে সিলেট জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিনজন। আক্রান্ত তিনজনের একজন ডা. মঈন উদ্দিন। তিনি মারা গেছেন। এছাড়া মারা যাওয়া ডাক্তার মঈন উদ্দিন ও মৌলভীবাজারের একজনসহ এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা নয়জন। এদের মধ্যে সিলেট জেলার নতুন আক্রান্ত দুজনসহ মোট তিনজন। সুনামগঞ্জের দুজন; যার একজনকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হবিগঞ্জের দুজন আছেন এবং মৌলভীবাজারের একজন মারা গেছেন এবং একজন চিকিৎসাধীন।
এদিকে, সিলেট বিভাগে মোট কোয়ারেন্টাইনে রয়েছেন দুই হাজার ৮০৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৯৯ জন, সুনামগঞ্জে এক হাজার ২৯৫ জন, হবিগঞ্জে ৬১০ জন ও মৌলভীবাজার জেলায় ৭০২ জন। এছাড়া সিলেট বিভাগে নতুন করে ২৭২ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কোয়ারেন্টাইন মুক্ত হয়েছেন ৫৭ জন।