মোঃ মামুন চৌধুরী ॥ চুনারুঘাটের সাতছড়ি বনে আবারো অভিযান শুরু করেছে র্যাব। গতকাল শনিবার সকাল থেকে সাদা পোশাকে র্যাবের ২০/২২ জন সদস্য ত্রিপুরা পল্লী ও তার আশপাশের কয়েকটি টিলায় অস্ত্রের সন্ধানে খুড়াখুড়ি শুরু করে। এর পূর্বে গত ৪ দিন ধরে র্যাবের সদস্যরা অত্যন্ত গোপনে সাতছড়ির পল্লী ও আশপাশের টিলায় অভিযান চালায়। ধারণা করা হচ্ছে অস্ত্রের সন্ধান পেয়েই তারা অভিযান শুরু করেছে। র্যাব-৯ সিলেট এর অধিনায়ক কর্ণেল রিয়াদ হাসান রাব্বানী র্যাবের অভিযান চালানোর কথা স্বীকার করেছেন।
স্থানীয় সূত্র জানায়, র্যাব-৯ এর ২০/২২ সদস্য সাদা পোশাকে গত কয়েকদিন ধরেই সাতছড়ি বনের ত্রিপুরা পল্লী ও তার আশপাশের টিলায় অস্ত্রের সন্ধান অভিযান চালাচ্ছে। তারা রাতে এসে পল্লীর বিভিন্ন স্থানে গর্তের সন্ধান করছেন। গতকাল শনিবার ভোরে র্যাবের ২০ থেকে ২৫ জন সদস্য সাদা পোষাকে পল্লীতে আসেন। তারা পল্লীর কয়েকটি স্থানে এবং আশপাশের টিলায় খোড়াখুড়ি করে অস্ত্রের সন্ধান চালান। তবে পল্লীতে র্যাবের অভিযান চললেও বাইর থেকে বুঝার কোন উপায় নেই যে, এখানে র্যাবের অভিযান চলছে।
বিগত ৫টি অভিযানে র্যাব যেভাবে গাড়ি বহর কিংবা সরঞ্জামাদি নিয়ে এসে অভিযান চালিয়েছে এবার তার কোনটি নেই। অত্যন্ত গোপনীয়ভাবে তারা তাদের অভিযান চালাচ্ছেন। গতকাল বিকেলে পার্কের কয়েকজন পর্যটক জানান, র্যাবের বেশ কয়েকজন সদস্যকে সাদা পোষাকে পার্কে ঘোরাফেরা করতে দেখেছেন। স্থানীয় বন বিভাগের বিট কর্মকর্তা মোঃ মাসুদ মোস্তফা এ বিষয়ে কোন কিছু জানেন না বলে জানালেও তিনি স্বীকার করেন, র্যাবের সদস্যরা সাদা পোষাকে ঘোরাফেরা করছে।
বিকেলে এ বিষয়ে র্যাব-৯ এর অধিনায়ক রিয়াদ হাসান রাব্বানী জানিয়েছেন, র্যাবের চলমান অভিযানের অংশ হিসেবে তাদের এ অভিযান চলছে। অভিযানে কোন অস্ত্র গোলাবারুদ উদ্ধার হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অভিযান সফল হলে বিস্তারিত জানানো হবে।