জেলা সংবাদদাতাঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে হোম কোয়ারেন্টেইনে থাকা মৃত এক ওমান প্রবাসী (৪৯) করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।
জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের ওই ওমান প্রবাসী গত ১৮ মার্চ উমান থেকে দেশে ফিরেছিলেন। নিহত প্রবাসী করোনা আক্রান্ত ছিলেন কী-না, যাচাইয়ের জন্য কীট নিয়ে আসা হয়েছে। নমুনা সংগ্রহ শেষে সাবধানতার সঙ্গে দাফন করা হয় তাকে।
স্থানীয়রা জানান, জয়নাল আবেদীন গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। তার বুকে পেটে ব্যাথা অনুভব করেন। শেষে এলাকার চিকিৎসক এসে তাকে ব্যাথার ইনজেকসন দেন। ইনজেকস দেবার ২০ মিনিটের মধ্যেই জয়নাল মারা যান।
এ ব্যাপারে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানান, যেহেতু ওই ব্যক্তি প্রবাসী এবং হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন না। করোনাভাইরাস পরীক্ষার রিপোর্টই নেগেটিভ এসেছে বলে জানান।