মো.মোস্তাফিজুর রহমান,কমলগঞ্জ(মৌলভীবাজার):মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউপির চাম্পারায় চা বাগানে একদিন আগে ঢাকার নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে এসেছে ডিবজল বোনার্জি (১৬)। সে বাড়ি ফেরার পর থেকে চাম্পারায় চা বাগানে সর্বমহলে শুরু হয়েছে আতঙ্ক।
এ ঘটনার খবর পেয়ে করোনাভাইরাস সংক্রমিত সন্দেহে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে বুধবার বিকালে ডিবজল বোনার্র্জি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেছে। সাথে সাথে তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে বুধবার রাতে জানা যায়, দীপজল নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরার পর থেকে চাম্পারায় চা বাগানে করোনা আতঙ্ক বিরাজ করছে শুনে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিক্যাল টিম তার (ডিবজলের) নমুনা, তার মাসহ পরিবার সদস্যদের নমুনা সংগ্রহ করে। এ পরিবার সদস্যদের প্রাথমিকভাবে হোম কোয়ারেনিটনে থাকার নির্দেশনা দেওয়া হয়।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম প্রতিদিনের সংবাদকে বলেন, যেহেতু করোনাভাইরাস সংক্রমিত এলাকা থেকে সে এসেছে সেহেতু তার ও পরিবার সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। আর পরিবার সদস্যদের এখন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
এ দিকে চাম্পরায় চা বাগানের একাধিক সূত্র জানায়, ডিবজলসহ আরও ১০/১২ জন এক সাথে নারাণয়গঞ্জ থেকে কমলগঞ্জে ফিরেছে। তারা সেখানে শ্রমিকের কাজ করতো। এলাকাবাসী জোর দাবি করে বলেন, প্রশাসনিকভাবে ডিবজলকে জিজ্ঞাসাবাদ করে আগত বাকিদের খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।