কামরুজ্জামান আল রিয়াদ:হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে করোনা আতঙ্কে বাঁশ বেধে ব্যারিকেড দিয়ে লকডাউন করেছে এলাকাবাসী।
হবিগঞ্জের পাশ্ববর্তী জেলা মৌলভীবাজার ও সিলেট এ করোনা রোগী সনাক্ত হওয়ায় শায়েস্তাগঞ্জের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এছাড়াও প্রতিদিন দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দিন দিন মৃতের সংখ্যাও বাড়ছে।
এ অবস্থায় শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম পাড়া মহল্লায় স্থানীয় যুবকদের উদ্যোগে লকডাউন করা হচ্ছে ।
বিশেষ করে দেখা গেছে গ্রাম, পাড়া-মহল্লার প্রবেশপথে বাঁশ বেধে ব্যারিকেড দিয়ে পাড়ামহল্লা গুলোকে লকডাউন করে দেওয়া হয়েছে।
এছাড়াও এলাকা থেকে বাজার হাটে বা জরুরী কাজে বের হলে হাত ধুয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হয়।
শায়েস্তাগঞ্জ থানা পুলিশ উপজেলার পুরানবাজার, দাউনগর বাজার, ড্রাইভার বাজার, সুতাং বাজার, অলিপুর, পুরাইকলা বাজার, কেশবপুর বাজারসহ বিভিন্ন হাটবাজার সহ গুরুত্বপূর্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে।
বিনা কারণে ব্যক্তি বা যানবাহন চলাচল করতে দিচ্ছে না পুলিশ।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার লেন্জাপাড়া গ্রামের যুবক শাকিল ওয়াহেদ বলেন করোনা থেকে বাচতে আমরা নিজ উদ্যোগে আমাদের গ্রামের প্রবেশদ্বারে বাশ বেধে ব্যারিকেড দিয়ে লকডাউন করে দিয়েছি।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ট্রাপিক জোনের ভারপ্রাপ্ত টি আই সার্জেন্ট মোস্তাফিজুর রহমান বলেন
শায়েস্তাগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ন স্থান ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।
কেউ অযথা গাড়ি নিয়ে বা যাত্রী পরিবহন যাতে না করতে পারে।পুলিশের টহল জোরদার করা হয়েছে।