ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ঢাকার পর এবার চট্টগ্রাম নগরীতে ঢোকা বা সেখান থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে পুলিশ। এ লক্ষে নগরীর পাঁচটি প্রবেশ পথে জরুরি সেবা, চিকিৎসা, ভোগ্যপণ্য ও রপ্তানি পণ্য পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন ছাড়া সকল ধরনের ব্যক্তি ও যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে পুলিশ। পাঁচ প্রবেশপথে স্থাপন করা হয়েছে পুলিশের নিরাপত্তা চৌকিও।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান এই আদেশ জারি করেন। রাত ১০ টা থেকে এটি কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবত থাকবে।
বিষয়টি নিশ্চিত করার জন্য ইতোমধ্যে চট্টগ্রাম মহানগরীর সকল প্রবেশ পথে এবং মহানগরীর অভ্যন্তরে বিভিন্ন পয়েন্টে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক চেকপোস্ট স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবু বকর সিদ্দিক । নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানা তিনি।
রোববার (৫ এপ্রিল) থেকে ঢাকার কিছু কিছু পোশাক কারখানা চালু হওয়ার খবরে শনিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে তৈরি পোশাক শ্রমিকসহ হাজারো মানুষের ঢাকামুখী ঢল নামে। এ নিয়ে ব্যাপক সমালোচনার পর ওইদিন রাতেই পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী রাজধানীকে কেন্দ্র করে সাধারণ মানুষের আগমন-বহির্গমন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ দেন।
এদিকে চট্টগ্রামে দুই দিনের ব্যবধানে দুজন করোনা রোগী শনাক্ত হলেও নগরের বিভিন্ন পথ দিয়ে প্রতিদিনই হাজার হাজার মানুষ যাতায়াত করছিল। এ অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ নিষেধাজ্ঞা জারি করলেন।