বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ আব্দাকামাল গ্রামে নেশাখোর স্বামীর নির্যাতনে স্ত্রী হাসপাতালে। রক্তাক্ত অবস্থায় তাকে বাহুবল হাসপতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে।
আহত সুত্রে জানা যায়- প্রায় ৮ বছর পূর্বে আব্দাকামাল গ্রামের মৃত কালাই মিয়ার পুত্র শাহজাহান মিয়ার সাথে নন্দনপুর গ্রামের হিরণ মিয়ার মেয়ে ইয়াছমিন বেগমের বিয়ে হয়। সময়ের ব্যবধানে শাহজাহান বিপদগামী হয়ে পড়েছে। সে এখন মাদকাসক্ত। এই নেশার টাকার জন্য স্ত্রী কে নির্যাতন করে আসছে শাহজাহান।
এ নিয়ে ইয়াছমিনের সাথে প্রায় সময়ই ঝগড়া বাধে। গতকাল শুক্রবার বিকালে যৌতুকের জন্য ইয়াছমিনের উপর ঝাপিয়ে পড়ে। দা দিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত করে। রক্তাক্ত অবস্থায় ইয়াছমিনকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ইয়াছমিনের আত্মীয়স্বজন সহ এলাকার লোকজন হাসপাতালে ভীর করেন।