বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১নং উত্তর-পুর্ব ইউনিয়নের পুরান তোপখানা মহল্লা লকডাউন করে দিয়েছে এলাকার সচেতন সমাজ।
সোমবার (৬এপ্রিল) দুপরে এ মহল্লার প্রবেশ পথে বাঁশ দিয়ে আটকিয়ে সেখানে সাইনবোর্ড ঝুঁলিয়ে দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানায়- এই মহল্লা থেকে কেউ বের হতে পারবে না আবার কেউ প্রবেশ করতেও পারবে না। বিনা কারনে কেউ প্রবেশ করিলে ৫০০ টাকা জরিমানা করা হবে বলেও সাইনবোর্ড ঝুঁলানো হয়েছে।