নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলাকে করোনাভাইরাস মুক্ত রাখতে যত্রতত্র ঘোরাফেরা না করতে আহব্বান জানিয়েছেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
রোববার রাতে জেলা পোশাসক হবিগঞ্জ ফেসবুক আইডি একটি স্ট্যাটাস দিয়ে এ আহব্বান জানান তিনি।
দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল।
প্রিয় হবিগঞ্জবাসী,
আসসালামু আলাইকুম। আপনারা জানেন করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আমাদের পার্শ্ববর্তী জেলা মৌলভীবাজারে করোনায় একজনের মৃত্যু হয়েছে মর্মে জানা গেছে।
হবিগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে ২ জনকে করোনায় সংক্রমিত হবার আশঙ্কায়। কাজেই এখনও যদি আমরা ঘরে না থাকি, যত্রতত্র ঘোরাফেরা করি, নিজের ভালো নিজে না বুঝি তাহলে এই মহামারীর প্রকোপ থেকে রেহাই পাওয়া কঠিন হয়ে পড়বে। সকলের সহযোগিতা আন্তরিকভাবে কামনা করছি। ধন্যবাদ সকলকে।